২০২৪ এ লোকসভার সঙ্গে আবার বিধানসভা ভোট! শুভেন্দু অধিকারীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক
ভুবন মোহনকর:২৮/০৫/২০২২: ২০২১ এ সবে মাত্র বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে হয়েছে। বঙ্গে পুনরায় ৫বছরের জন্য ক্ষমতায় এসেছে টিএমসি। কয়েকদিন আগেই তার বর্ষপূর্তি পালন করলো দল। আর এসবের মাঝেই গত কাল বাঁকুড়ায় এক সভা থেকে শোনা গেলো ২০২৪ এ লোকসভা ভোটের সঙ্গে আবারও বিধানসভা ভোট হতে চলেছে পশ্চিম বঙ্গে। যা নিয়ে জোর চর্চা শুরু রাজ্যে। বাঁকুড়ার সোনামুখীতে শুক্রবার বিজেপির ‘সঙ্কল্প যাত্রা’য় অংশগ্রহণ করতে গিয়ে শুভেন্দু ফের বলেছেন, ‘‘২০২৬ পর্যন্ত অপেক্ষা নয়, ২০২৪-এই রাজ্যে বিধানসভা ভোট হবে।’’
বিরোধী দলনেতা এ দিন অভিযোগ করেছেন, রাজ্যে বড় বড় দুর্নীতির ঘটনা যখন প্রকাশ্যে আসছে, তখন অন্য দিকে নজর ঘোরানোর নানা রকম চেষ্টা করা হচ্ছে। তাঁর মন্তব্য, ‘‘যখন এই রাজ্যের বড় মন্ত্রী রগড়ানি খাচ্ছেন, শিক্ষা প্রতিমন্ত্রী ৪৮ ঘণ্টার জন্য হাওয়া হয়ে যাচ্ছেন, তখন অর্জুন সিংহের নামে তিন দিন ধরে ‘টক শো’ হচ্ছে। কখনও বিশ্ববিদ্যালয়ের আচার্য বদলের কথা বলে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা হচ্ছে।’’ কেন্দ্রের তথ্যমিত্র কেন্দ্রগুলিকে বন্ধ করে ‘বাংলা সহায়তা কেন্দ্র’ করে এক হাজার ক্যাডার তৈরি করা হয়েছে, মিড-ডে মিলের সুপারভাইজ়ার নিয়োগেও কারচুপি হয়েছে বলে তাঁর অভিযোগ।
অন্যদিকে, বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, ‘‘বিজেপি ছেড়ে দলে দলে সব বেরিয়ে যাচ্ছে। দিল্লির কাছে রাজ্যের নেতাদের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে। এই অবস্থায় মুখরক্ষায় এই রকম গাজর ঝুলিয়ে দল বাঁচানোর চেষ্টা করছেন! নিজেও জানেন, ও সব হবে না!’’