রাসেল ঝড়ে পাঞ্জাব বধ নাইটদের , পয়েন্ট টেবিলের প্রথমে উঠে এলো KKR
ভুবন মোহনকর: ৩১/০৩/২০২২: পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নাইটদের সঙ্গ দিল টস ভাগ্য ৷ টস জিতে ময়াঙ্ক আগরওয়ালের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন শ্রেয়স আইয়ার। দুরন্ত বোলিং ছন্দ। তার প্রমাণ আজও দেখালো কেকেআর। প্রথম ৬ ওভারের মধ্যেই পাঞ্জাব ৪ উইকেট হারায়।
প্রথম দিনের মতো আজকের খেলায় পাঞ্জাব কিন্তু জলে উঠতে পারে নি। দুরন্ত বোলিং দেখা উমেশ যাদবের(৪ উইকেট) যোগ্য সংগত দিতে দেখা গেলো অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স(২ উইকেট), শিবাম মাভি(১উইকেট), ক্যারিবিয়ান স্টার সুনীল নারায়ণ(১ উইকেট) এবং আন্দ্রে রাসেল(১উইকেট)। অন্যদিকে পাঞ্জাবের ব্যাটিং লাইন এর ছন্দ আগের ম্যাচের থেকে সম্পূর্ন বিপরীত। ভানুকা রাজাপাকসে র ব্যাটে ভর করে আজকের ম্যাচের সর্বোচ্চ রান আসে ৩১। সবমিলিয়ে কলকাতার দাপটে ১৮•২ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে।
এদিকে দ্বিতীয় ইনিংসে শুরুটা কলকাতা ভালো শুরু করলেও মিডল অর্ডার পরপর ৪ উইকেট খুইয়ে বেশ চাপে পরে যায় কলকাতা তখন মাঠে আসেন আন্দ্রে রাসেল, অনেক দিন পর চেনা ছন্দে দেখা যায় তাকে। ছয় চারের বন্যা বইয়ে দেয়। অস্বস্তিকর পরিস্থিতি থেকে উদ্ধার করে কলকাতাকে।
৩১ বলে ৭০ রান তুলে অপরাজিত ছিলেন ক্রিজে। সঙ্গে খুব ভালো সংগত করেন শ্যাম বিলিংস। ২৩ বলে ২৪ শে অপরাজিত। সবমিলিয়ে দারুন এক ম্যাচ। রাসেলের বিধ্বংসী মেজাজে ১৪•৩ ওভারে ১৪১ রানে কলকাতাকে জয় এনে দেয়।