কলকাতাক্রিকেটখবরখেলারাজ্য

Sourav Ganguly: সৌরভের কামব্যাক কি শুধু সময়ের অপেক্ষা ?  CAB-তে সভাপতি পদে মনোনয়ন দিতে চলেছেন মহারাজ

Sourav's comeback is just waiting for time? Maharaj is going to nominate for the post of president in CAB

 সৌরভের কামব্যাক কি শুধু সময়ের অপেক্ষা ?  CAB-তে সভাপতি পদে মনোনয়ন দিতে চলেছেন মহারাজ

 

নিজস্ব সংবাদদাতা: গত তিন বছর বিসিসিআই-র প্রেসিডেন্ট পদে ছিলেন সৌরভ গাঙ্গুলী(Sourav Ganguly)। বিসিসিআই(BCCI) থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে। তবে হার মানার পাত্র নন মহারাজ। ফের বাংলার ক্রিকেট সংগঠনে(CAB president) আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ফিরছেন সিএবি-তে। আসন্ন সিএবি-এ নির্বাচনে(CAB Election) প্রেসিডেন্ট পদের জন্য লড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

শনিবার সে কথা নিজের মুখে জানালেন তিনি। সৌরভ জানান, “অক্টোবরের ২২ তারিখ সিএবি-র প্রেসিডেন্ট(CAB President) পদে মনোনয়ন দাখিল করার পরিকল্পনা রয়েছে। সিএবি-তে আমি পাঁচ বছর ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী এখানে আমি আরও চার বছর থাকতে পারব।” সৌরভ এ দিন ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ইদানীং যে কুৎসা চলছে তাঁর জবাব দিতেই নির্বাচনে লড়তে চলেছেন।

সৌরভের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদায়ী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও(Abhishek Dalmia) । শনিবার সিএবি-তে একটি ফটো সেশন ছিল। বিদায়ী অ্যাপেক্স কাউন্সিলের কর্তারা এবং বিভিন্ন আধিকারিকরা হাজির ছিলেন। সৌরভও এসেছিলেন।

 

সেখানেই একথা জানান তিনি। প্রসঙ্গত, আগেও সিএবি সভাপতি ছিলেন সৌরভ। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি এই আসনে রাজত্ব করেছেন। এরপর ২০১৯ সালে তাঁকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে নির্বাচন করা হয়েছিল।

কানাঘুষা শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও(SnahShish Gangopadhyay) এই একই পদে লড়বেন। এই খবর রটতেই সৌরভ সিএবি সভাপতি হিসাবে ক্রিকেট প্রশাসনে ফিরতে পারেন বলে জানিয়ে দিলেন। সেই জল্পনাই সত্যি হতে চলেছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.