মহিলা ফুটবলের কৃতিত্বে আবারও দেশের সেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! গর্বিত পশ্চিম মেদিনীপুর
ভুবন মোহনকর: ০৩/০৫/২০২২: সব খেলার সেরা বাঙালির, তুমি ফুটবল। আর সেই ফুটবলেই দেশের সেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। খেলো ইন্ডিয়া আয়োজিত দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সেরার শিরোপা জুড়ল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ব-বিদ্যালয়ের মুকুটে ৷ সোমবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে সেরার সেরা সম্মান তুলে দেওয়া হয় এই বিশ্ব-বিদ্যালয়ের মহিলা ফুটবল দলের হাতে।
রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কেন্দ্রীয় স্তরে এই সাফল্য এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয় উপাচার্য শিবাজী প্রতিম বসু বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আজ একটা গর্বের দিন। এটি চিরস্মরণীয় হয়ে থাকবে। ফুটবলারদের মধ্যে অনেকেই প্রান্তিক এবং আদিবাসী পরিবার থেকে উঠে এসেছে ৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খুব একটা সহজ কথা নয়। তাই দীর্ঘ সময় ধরেই চলেছে প্রশিক্ষণ। পাশাপাশি চলেছে পড়াশোনাও। মহিলা ফুটবল দল রাজ্যে ফিরলে তাঁদের বিশ্ববিদ্যালয়ের তরফে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে।”
দপ্তর সূত্রের খবর, রাজ্যের ক্রীড়া দফতরের তরফ থেকেও সংবর্ধনা জানানো হতে পারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দলকে। ধাপে-ধাপে উন্নীত হয়ে অংশ নিতে হয়েছে মূল প্রতিযোগিতায়। স্বভাবতই লড়াইটা খুব সহজ ছিল না। তবু সব বাধা পেরিয়ে প্রথমে রাজ্যের মধ্যে প্রথম স্থান তা যেমন যেমন সহজ নয়, তেমনি সেই জয় লাভ খুব গর্বের। এই জয় সারা বঙ্গের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাকেও দিল অনন্য সম্মান।