Weather Update : আন্দামানের ঘুর্নাবর্ত থেকে নিম্নচাপের সৃষ্টি! ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, আপাতত দাবদাহ থেকে রেহাই
ভুবন মোহনকর: ০৩/০৫/২০২২: ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল অবস্থা যাদের, তাঁদের জন্য সুখবর। সোমবার থেকে বঙ্গোপসাগরের খাঁড়ি থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ভারতের বিভিন্ন প্রান্তে স্বস্তি দিয়েছে, মনে করা আপাতত বৈশাখের জ্বালা পোড়া থেকে মুক্তি দেবে এই নিম্নচাপ। দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাত্ ৫ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাত্ ৫ মে বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে সব জেলাতেই প্রথম ২৪ ঘন্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতি মধ্যেই বিভিন্ন জেলা থেকে পাওয়া খবরে আসানসোল, বর্ধমান, নাদিয়া, মুর্শিদাবাদ জেলার সকাল থেকেই মুসালধারে বৃষ্টি হচ্ছে। পশ্চিমের জেলা গুলিতে ভ্যাপসা গরম থাকলেও আকাশের মুখ ভার, মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলোতেও।