আপনার পকেটের মোবাইলটা কি চন্দ্রযান অ্যাপোলোর থেকে বেশি শক্তিশালী?
“একজন মানুষের জন্য এটা একটা ছোট্ট পদক্ষেপ,মানব জাতির জন্য একটা বিশাল লাফ” কতবার আমরা বাহুবলী নিলের এই বিখ্যাত উক্তি কে উদযাপন করেছি, মানবজাতির অন্যতম শ্রেষ্ঠ সাফল্য হিসেবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন।
এই সেই উক্তি যা মহাকাশচারী নিল আমস্ট্রং 1969 সালের 20 শে জুলাই চাঁদে প্রথম পা রেখে করেছিলেন। কিন্তু আপনি কি জানেন আপনার পকেটের স্মার্টফোনটা সেই চন্দ্রযান অ্যাপোলো 11এর সুপার কম্পিউটারের চেয়ে বেশি শক্তিশালী?
এটা একটা আশ্চর্য ঘটনা যে অ্যাপোলো 11 চালাতো যে কম্পিউটারটা তার মেমোরি ছিল 2048 ওয়ার্ডের। পরিভাষায় অ্যাপোলো গাইডেন্স কম্পিউটারের র্যাম বা রানডম অ্যাক্সেস মেমোরি ছিল 4.096 কেবি এবং রম বা রিড অনলি মেমোরি ছিল 72 কেবি।বর্তমানে স্কুল পড়ুয়া বাচ্চারাও 4 জিবি র্যাম আর 64 জিবি রমের স্মার্ট ফোন ব্যবহার করে যা হিসেব মতো অ্যাপোলোর কম্পিউটারের র্যামএর চেয়ে 10 লক্ষ গুণ আর অ্যাপোলোর রম এর চেয়ে প্রায় 9লক্ষ গুণ বেশি।
অ্যাপোলোর কম্পিউটারের যে প্রসেসর ছিল তার চেয়ে এখন একটা আইফোনের প্রসেসর প্রায় 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী। তাহলেই বুঝুন এই 50 বছরে মানবজাতি কতটা প্রযুক্তিগত উন্নতি করেছে?!