Apple এর চিন্তা বাড়িয়ে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S23 সিরিজ
নিজস্ব সংবাদদাতা: আগামী বছরের শুরুতেই স্যামসাং (Samsung) তাদের Galaxy S23 ফ্ল্যাগশিপ সিরিজটি ভারতীয় বাজারে লঞ্চ করার পরিকল্পনা করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এই লাইনআপের লঞ্চের তারিখটি এখনো প্রকাশ পায়নি। পূর্বসূরি S22-এর মতোই Samsung Galaxy S23 সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। যেগুলি হলো স্ট্যান্ডার্ড Galaxy S23, Galaxy S23 Plus এবং টপ-এন্ড Galaxy S23 Ultra।
আশা করা হচ্ছে, Qualcomm Snapdragon 8 Gen 2-এর ওভারক্লকড সংস্করণের সাথে আসবে আপকামিং সিরিজটির গ্লোবাল সংস্করণগুলি। ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং প্রযুক্তি অফার করবে এই মডেল গুলি। এই সিরিজটির লঞ্চের তারিখ প্রকাশ করেছে এক সুপরিচিত টিপস্টার। স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের S-সিরিজের ফ্ল্যাগশিপগুলি বিশ্ববাজারে কবে পা রাখতে চলেছে তা জেনে নেওয়া যাক।
Samsung Galaxy S23 সিরিজটি আসতে চলেছে ফেব্রুয়ারি শুরুতেই
সম্প্রতি টুইটের মাধ্যমে টিপস্টার আইস ইউনিভার্স জানান, আগামী ১ ফেব্রুয়ারি পর্দা সরানো হবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ লাইনআপের হ্যান্ডসেটগুলির ওপর থেকে। একই তারিখের পুনরাবৃত্তি করেছেন জনপ্রিয় লিকস্টার অনলিক্সও। একটি রিপোর্টের দ্বারাও জানানো হয়, দু-এক সপ্তাহ পরে বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি এস২৩। তবে ভিন্ন ইঙ্গিত দিচ্ছে টিপস্টারদের বক্তব্য, সুসংবাদ হয়ে এসেছে স্যামসাং ইউজারদের। পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজটি চলতি বছর ৯ ফেব্রুয়ারি গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টে উন্মোচন করা হয়েছিল।
Samsung Galaxy S23 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এস২৩-এ ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটির শীর্ষ-কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। যেখানে, এস২৩ প্লাস এবং এস২৩ আল্ট্রা যথাক্রমে ৬.৬ ইঞ্চি এবং ৬.৮ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। নতুন স্যামসাং ফোনগুলি সম্ভবত ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি/৫১২ জিবি স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। গ্যালাক্সি এস২৩ সিরিজটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড Galaxy S23-এ একটি এলইডি ফ্ল্যাশ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাববিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২০ ডিগ্রী ফিল্ড-অফ-ভিউ সহ একটি ১২ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে৷ আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। Galaxy S23 Plus-ও অনুরূপ হার্ডওয়্যাররের সাথে আসবে বলে আশা করা যায়।
অন্যদিকে, Samsung Galaxy S23 Ultra-এর রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপে ১/১.৩ ইঞ্চির ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং ৩x ও ১০x অপটিক্যাল জুমের টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। তবে, S23 Ultra-এর সেলফি ক্যামেরা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।
পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy S23-এ ৩,৯০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। আর Galaxy S23 Ultra-এ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। আর, Samsung Galaxy S23 Plus মডেলটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে।
এছাড়া, Samsung Galaxy S23 সিরিজে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং, ৫জি নেটওয়ার্ক সাপোর্ট এবং ১৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।