অফবিটটেকটক

Elon Musk : এবার নিজের মনের ভাব আরো ভালো করে প্রকাশ করতে পারবেন টুইটারে! জেনে নিন এই নতুন ফিচার সম্পর্কে

এবার নিজের মনের ভাব আরো ভালো করে প্রকাশ করতে পারবেন টুইটারে! জেনে নিন এই নতুন ফিচার সম্পর্কে

 

নিজস্ব সংবাদদাতা: এবার বড়সড়ো বদল আসতে চলেছে টুইটারে(Twitter)। একাধিক ফিচারস যুক্ত হচ্ছে ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে। মাইক্রো ব্লগিং সাইটটি কিনে নেওয়ার পরই এমন ইঙ্গিত দিয়েছিলেন এলন মাস্ক। এবার বাস্তবায়িত হতে চলেছে তার এই প্রতিশ্রুতি। আগামী দিনগুলিতে এই প্লাটফর্মে যাতে আরো ভালোভাবে মনের ভাব প্রকাশ করা যায় তার জন্য এই ফিচারস গুলি আনা।

 

একাধিক বাধ্যবাধকতা রয়েছে এই টুইটার ব্যবহারে। খুব বড় একটা টেক্সট লিখে এই প্লাটফর্মে পোস্ট করা যায় না। তবে মার্কিন ধনকুবের তথা টুইটার সিইও মাস্ক জানিয়ে দিচ্ছেন, শীঘ্রই এই সমস্যার মিটতে চলেছে। তাই কার্যত এই মাইক্রো ব্লগিং সাইট কে ঢেলে সাজানো হবে। কি কি বদল ঘটবে সেই বিষয়ে জানালেন, খোদ মাস্ক (Elon Musk)।

 

তিনি জানান, “আপনি যে টুইট ফলো করেন, আর যে সমস্ত টুইট ফলো করার জন্য আপনাকে সুপারিশ করা হয়, তার জন্য দুটি আলাদা অপশন থাকে। স্মার্টফোন থেকে দুটি অপশনে পৌঁছতে অনেক সময় একটু সময় লাগে। কিন্তু এবার ডান ও বাঁ দিকে সুইপ করে অনায়াসেই দুই অপশন বেছে নিতে পারবেন।

 

” এই ফিচারটি চালু হবে চলতি সপ্তাহতেই। এই সপ্তাহেই টুইট ডিটেলসের মধ্যে যুক্ত হবে বুকমার্ক বাটনটি। অর্থাৎ টুইটারের কোনও পেজকে পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য মার্ক করে রাখতে পারবেন। ইউজাররা সর্বোচ্চ দীর্ঘ টুইট করার অপশনটি আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই পেয়ে যাবেন । মানে আরও বেশি শব্দের টুইট একবারে লিখে পোস্ট করতে পারবেন।

 

গত বছর অর্থাৎ নভেম্বর মাসে মাস্ক জানিয়েছিলেন, ইউজাররা বেশি শব্দের টেক্সট টুইট করতে পারবেন। ২৮০ টি শব্দ বর্তমানে টুইট করা যায়। যদিও শব্দ সংখ্যা বেড়ে কত হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

 

তবে অনেকদিন ধরেই আলোচনা চলছে এই বিষয় নিয়ে। এক্ষেত্রে একাংশের দাবি, শব্দ সংখ্যা বাড়ালে মনের ভাব আরো ভালোভাবে প্রকাশ করা যাবে। অন্য অংশ আবার মনে করছেন, শব্দ সংখ্যা সীমিত বলেই টুইটার অনন্য। তাই কোনও প্রয়োজন নেই এই ফিচারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.