কিছুক্ষনের মধ্যে ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া সঙ্গে গভীর বর্ষণ! সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের
ভুবন মোহনকর: পশ্চিম মেদিনীপুর: ২৫/০৬/২০২৩: তীব্র গরম এর থেকে মুক্তি দিতে ইতিমধ্যেই বঙ্গে বর্ষার আগমন ঘটেছে! সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে। তবে গতকাল অব্দি পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল। কিন্তু আজ থেকেই বদলে যেতে পারে আবহাওয়া।
শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে একটি বুলেটিন জারি করা হয়। সেই বুলেটিন অনুযায়ী, একাধিক জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হচ্ছে। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি ধেয়ে আসছে। সেইসঙ্গে এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুত্ ও ঝোড়ো হাওয়া বইবে এই দুই জেলায়।
বজ্র বিদ্যুত্ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুরে। বিশেষ করে রবি ও সোমবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে।
এছাড়াও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দু-তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
আজ অর্থাত্ রবিবার ও সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এবং আগামী মঙ্গলবার অব্দি এই আবহাওয়ার রেশ থাকতে পারে।