ধেয়ে আসছে ২৫০ কিমি বেগে ঝড়! মহাপ্রলয়ের আশঙ্কায় মৌসম ভবন
ভুবন মোহনকর; পশ্চিম মেদিনীপুর : দুর্গা পূজার পর এবার কালী পুজাতেও অসুর ঘূর্ণাবর্ত! এবার বঙ্গের আকাশে আরও বড় বিপদের সংকেত। এবার কালীপুজো, ছটপুজোর মধ্যেই প্রলয় বার্তার পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন। গরম থেকে নিম্নচাপ আর সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সুপার সাইক্লনের শক্তিতে আঘাত হানতে চলছে।
আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ কিংবা ভারত-বাংলাদেশের উপকূলের কোনও একটি স্থান দিয়ে স্থলভাগ পার হওয়ার আশঙ্কা। তবে এটি কখন সৃষ্টি হবে, এটি শক্তিশালী হবে কি-না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হবে ১৭ অক্টোবর, যা ১৮ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করছে পূর্বাভাস মডেল। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে-সিত্রাং।