শক্তি বাড়াচ্ছে ঘূ্র্ণিঝড় সিত্রাং। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন সিত্রাং আছড়ে পড়া এখন কেবল সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই অতি গভীর নিম্নচাপ দ্রুত পরিণত হবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে। হাওয়া অফিস জানাচ্ছে, ঝড়ের গতিবিধি মোতাবেক বাংলার উপকূলে তার আছড়ে পড়ার আশঙ্কা কম। তবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ওপার বাংলায়। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হলেও তার প্রভাব থেকে রেহাই পাবে না বাংলা। তাণ্ডব চলতে পারে সুন্দরবন এলাকায়। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি, কালীপুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বইবে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, গত ৬ ঘণ্টা ধরে প্রায় ১৮ কিমি বেগে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমের দিকে মুখ ঘুরিয়েছে গভীর নিম্নচাপ। আন্দামানের পোর্টব্লেয়ারের ৪৭৫ কিমি উত্তর-পশ্চিমে রয়েছে সিত্রাং। প্রভাব পড়তে চলেছে ৮৮০ কিমি দক্ষিণ-পূর্ব সাগরদ্বীপ ও বরিশালের দক্ষিণে। হাওয়া অফিসের পূর্বাভাস, আরও ১২ ঘণ্টার মধ্যে আরও গভীর হতে চলেছে এই নিম্নচাপ। সোমবার সকাল থেকেই দাপট দেখাতে শুরু করবে সিত্রাং। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অভিমুখ ঘুরিয়ে ফেলবে সোমবার। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে ঝড়। তিনকোনা উপকূল ও সানদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে সিত্রাংয়ের। এর জেরে পশ্চিমবঙ্গেরও তিন জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবের সম্ভাবনা রয়েছে।
সোমবার দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কালীপুজোর দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।