৭•১ মাত্রার ভয়ানক ভূমিকম্প! টোকিয় সহ জাপানের একাধিক শহরে আশঙ্কা সুনামির, সতর্কতা
ভুবন মোহনকর: ১৬/০৩/২০২২: ফের সুনামির আতঙ্ক। বুধবার রাত ৮:০০ নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের রাজধানী টোকিও সহ একাধিক এলাক। ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৭.১। যার জেরে ফের জাপানে সুনামি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সময় রাত ৮টা বেজে ৬ মিনিটে এই ভূমিকম্প হয়।
An earthquake of magnitude 7.1 occurred 297km Northeast of Tokyo, Japan, at around 8.06 pm today, as per National Center for Seismology.
— ANI (@ANI) March 16, 2022
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিও শহর থেকে ২৯৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮১ কিলোমিটার গভীরে। এর পরই জাপানের উত্তর-পূর্ব সমুদ্র সৈকতে আছড়ে পড়তে পারে সুনামি, এমন আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করল জাপান মেটারোলজিকাল এজেন্সি।