দেশে মৌসুমী এসেছে অনেক আগেই! বঙ্গেও সময়ের আগেই এলো বর্ষা
ভুবন মোহনকর: অবশেষে সময়ের আগেই এলো বর্ষা। দক্ষিণ ভারতে বর্ষা ঢুকে পড়েছে আগেই। কেরল পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখন উত্তর পূর্ব ভারতে পৌঁছে গিয়েছে। বর্ষা প্রবেশ করেছে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে। এবার অসম হয়ে উত্তরবঙ্গে ঢোকার অপেক্ষা। এমনিতেই গতকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। ভিজবে দার্জিলিং, কোচবিহার, জলপাউগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার।
সঙ্গে দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও। সঙ্গে পশ্চিমের জেলা সহ রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টি আশা রয়েছে। বর্ষা প্রবেশের ফলে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। এদিকে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। অবশেষে গ্রীষ্মের দাবদাহ থেকে বঙ্গবাসী পেতে চলেছে মুক্তি।