রাজ্যজুড়ে বর্ষা বিদায়ের সুর, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর
নিজস্ব সংবাদদাতা: আর দুদিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। কিন্তু এখনই শুষ্ক আবহাওয়া আশা করা যাচ্ছে না। কলকাতা শহর জেলায় জেলায় এখনো পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। গতকাল বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলায়।
গতকাল পূর্বাভাস না থাকলেও বৃষ্টি ভিজেছে কলকাতা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।উত্তরবঙ্গ থেকেও ইতিমধ্যে বর্ষা প্রায় বিদায় নিয়েছে।
গোটা দেশ থেকেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী আটদিনের মধ্যে দেশজুড়ে একটু একটু করে বৃষ্টির পরিমাণ কমবে।
বর্ষা বিদায়ের সুখবর থাকলেও আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় “সিতরাং।” পূর্বাভাস অনুযায়ী আগামী ১৮ অক্টোবর উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এর জেরেই উৎসবের বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। যদিও ভারতীয় আবহাওয়া দফতর তরফে সাইক্লোন বা ঘূর্ণিঝড় নিয়ে কোনও সতর্কতা জানানো হয়নি এখনও। তাই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে বঙ্গবাসী।