লক্ষ্মীবারে বৃষ্টি লাভ, শীতের বিদায়! কি বলছে আবহাওয়া অফিস, চলুন জেনে নিই
ভুবন মোহনকর: ২৩/০২/২০২২: ধীরে ধীরে বিদায় নিতে শুরুআজ সকাল থেকেই আকাশের মুখ গোমরা হয়ে রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়বে। এদিকে বৃহস্পতিবার থেকে আবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে এই কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার ২৫ তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর ২৬ ফেব্রুয়ারি ফের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
কলকাতার ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। করেছে শীত। মাঝরাত এবং ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও সারাদিন বেশ ভালোই গরম অনুভূত হতে শুরু করেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে এবার ধীরে ধীরে রাতের তাপমাত্রা না কমলেও দিনের দিকে বাড়বে তাপমাত্রা, তারপর স্বাভাবিক ভাবেই রাতের তাপমাত্রাও বেড়ে যাবে। জেলার দিকে ফ্যান চালাতে না হলেও কলকাতায় কেউ কেউ দিনের বেলা ফ্যানের শরণাপন্ন হচ্ছেন।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং এই দুই পাহাড়ি জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।