ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ! দুই মেদিনীপুর থেকে দুই ২৪ পরগনায় রাতভর প্রবল বৃষ্টি, ঘাটতি মিটছে জলের
ভুবন মোহনকর: ১০/০৮/২০২২: গভীর নিম্নচাপ অবশেষে ভারী বৃষ্টি নামাল দক্ষিণবঙ্গের কিছু জেলায়। এর ফলে দারুণ ভাবে লাভবান হল দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা। গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে দিঘায় (৬৮ মিলিমিটার)। এর পর রয়েছে কাঁথি তে ৬৬ মিমি এবং খড়গপুর এ ৫৪ মিমি। দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী অঞ্চলেও গড়ে ৪০ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বাকি জায়গাতেও গড়ে বৃষ্টি হয়েছে কুড়ি মিলিমিটারের বেশি।
এছাড়াও সূত্রের খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়।
মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। দিঘায় গত কাল সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। তার উপর পূর্ণিমার ভরা কটালে জলোচ্ছ্বাসের সম্ভাবনা।