বর্ষায় বৃষ্টির ঘাটতি! কেমন যাবে সপ্তাহের আবহাওয়া? কি বলছে হাওয়া মহল
ভুবন মোহনকর:০৫/০৭/২০২২: বর্ষা এসে গিয়েছে। তবু প্যাচপ্যাচে গরম। বৃষ্টিতেও ঘাটতি। জুন মাসে দক্ষিণবঙ্গে ৪৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে সারা রাজ্যেই বৃষ্টির পরিমান বাড়তে পারে। জুলাইয়ে সেই ঘাটতি মিটতে পারে। কিন্তু, তাতে কি দক্ষিণবঙ্গে ঘাটতি মিটবে? প্রশ্ন অনেকেরই। সপ্তাহের শুরুতেই অর্থাত্ ৪ এবং ৫ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। অর্থাত্ অবশেষে বৃষ্টিপাত পেতে চলেছে দক্ষিণবঙ্গ। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। ভ্যাপসা গরম ভোগান্তি বাড়াতে পারে। তবে দুশ্চিন্তার কারণ নেই, আগামী দিন তিনেক দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিম মেদিনীপুর :
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে। ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন এলাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাঁকুড়া
বাঁকুড়া জেলায় বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুরুলিয়া
পুরুলিয়া জেলায় বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।