দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস লিক : মৃত ৩
ভুবন মোহনকর : ১৯-০২-২০২২ : দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে বিপত্তি। প্রাণহানি তিন শ্রমিকের। অসুস্থ আরও চারজন। তাঁরা ভরতি হাসপাতালে। তাঁদের প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বেসিক অক্সিজেন ফার্নেস বা বিওএফ বিভাগে কাজ চলছিল। তিনজন সারাইয়ের কাজ করছিলেন। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের খোঁজ শুরু করেন আরও চারজন। কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে। তাতেই অসুস্থ হয়ে পড়েন সাতজন। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন ডিএসপির আধিকারিকরা। দমকল এবং সিআইএসএফ আধিকারিকরা উদ্ধারকাজ শুরু করেন।
দেড় ঘণ্টার চেষ্টায় সাতজনকে উদ্ধার করা হয়। তাঁদের প্রথমে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিক আশরাফুল মজুমদার জানান, ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।