রাশিয়া vs ইউক্রেন যুদ্ধে মৃত্যু ভারতীয় ছাত্রের!
ভুবন মোহনকর : ০১/০৩/২০২২ : সত্যি হল আশঙ্কাই। ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার সকালে খারকভে রুশ গোলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। টুইট করে জানাল বিদেশমন্ত্রক। এই প্রথম ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কোনও ভারতীয়ের মৃত্যুর খবর মিলল।
অন্যান্য দিনের মতো মঙ্গলবারেও খাবার কিনতে বেরিয়েছিল কর্নাটকের ২১ বছরের নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। আর ঠাঁই হল লাশকাটা ঘরে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। তারা তাদের প্রতিবেদনে জানিয়েছেন, এদিন খারকিভের একটি সুপার মার্কেটের সামনে বাকিদের মতো সেও লাইনে দাঁড়িয়ে ছিল। আচমকাই ওই এলাকা লক্ষ্য করে রুশ সেনা বোমাবর্ষণ শুরু করে। পালিয়ে যাওয়ার কোনও সুযোগ পায়নি ২১ বছরের নবীন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভারতীয় দূতাবাসের তরফ থেকে টুইটার হ্যান্ডেল টুইট করে বলা হয়েছে, ‘কিয়েভে আটক ভারতীয় পড়ুয়া-সহ সব ভারতীয় নাগরিকদের দ্রুত সেখান থেকে নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ট্রেনে যাওয়া সব থেকে বেশি নিরাপদ।
যদি ট্রেন না পাওয়া যায়, তাহলে অন্য কোনও উপায়ে কিয়েভ ছেড়ে চলে যেতে হবে। উল্লেখ্য, ইউক্রেনে সবমিলিয়ে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে ছিলেন। এদের বেশিরভাগই মেডিক্যাল পড়ুয়া। যুদ্ধ পরিস্থিতিতে এঁদের দ্রুত উদ্ধার করার চেষ্টা করছে ভারত সরকার। ভারতীয়দের উদ্ধার করার উদ্দেশে ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছে কেন্দ্র।