News-shots: ভারত হারালো তার ‘সুপার মম’ বাঘিনী কে
ইহলোকের মায়া ত্যাগ করলো ‘কলারওয়ালি’।
ভারতের মধ্য প্রদেশ রাজ্যের পেঞ্চ জাতীয় উদ্যান ছিলো তার বাড়ি।
“সুপার মম” এই বাঘিনী তার জীবদ্দশায় 29টি শাবকের জন্ম দিয়েছে এবং এর মধ্যে 25টি বেঁচে আছে। 16 বছর বয়সী এই বাঘিনী বয়সজনিত অসুস্থতায় মারা গেলো বলে মনে করা হচ্ছে।
প্রধান প্রধান বন সংরক্ষক PCCF (বন্যপ্রাণী), অলোক কুমার বলেছেন যে, ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিখ্যাত এই বাঘিনী টি-৫ এবং ওম বীর নামেও পরিচিত ছিলো।