বলাকা : কলকাতার বুকে নেতাজী ট্রাম
১২৫ তম জন্মদিনের প্রাক্কালে নেতাজী সুভাষচন্দ্র বসু কে শ্রদ্ধার্ঘ্য জানাতে কলকাতার বুকে নেতাজী নামাঙ্কিত ট্রাম চালানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
যার নাম বলাকা দেশকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ঠিক কতখানি, তা ট্রামের সাজসজ্জার মাধ্যমেই তুলে ধরা হয়। ট্রামে রয়েছে নেতাজি সম্পর্কিত নানা ধরনের বই ও ছবি।
রবিবার থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ে রাখা থাকবে ট্রামটি। এরপর ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রামটি থাকবে এসপ্ল্যানেডে। বিনামূল্যে ট্রামটি ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ।