হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত লেগ স্পিনের জাদুগর শেন ওয়ার্ন , শোকস্তব্ধ ক্রীড়া মহল!
ভুবন মোহনকর: ৪/০৩/২০২২: প্রয়াত অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কো সামুইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ওয়ার্নের ম্যানেজমেন্ট শনিবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানায়।
ওই বিবৃতিতে তারা জানায়, তাইল্যান্ডে প্রয়াত হয়েছেন তিনি। ওই বিবৃতিতে তারা লেখে, ‘নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।
শুক্রবার সকালেই রডনি মার্শের প্রয়ামের খবরে হৃদয় ভারাক্রান্ত হয়েছিল ক্রিকেট বিশ্বের। সেই শোকের রেশ মেলাতে না মেলাতেই আরও এক হৃদয় বিদারক খবর। রডনি মার্শের পথ অনুসরণ করলেন।