বিরাট মানেই কি বিতর্ক ? – শততম টেস্টে সম্মানের সাথে সমালোচনার ঝড়
ভুবন মোহনকর: ০৪/০৩/২০২২: ১২তম ভারতীয় খেলোয়াড় হিসেবে ১০০ টি টেস্ট খেলার মাইলফলক ছুঁতে চলেছেন বিরাট কোহলি ৷বিরাটের শততম টেস্ট নিয়ে আগে থেকেই বিশেষ পরিকল্পনা ছিল বি.সি.সিআইয়ের। এদিন বোর্ড সচিব জয় শাহ নিজে উপস্থিত ছিলেন মোহালিতে। উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য কর্তারাও। টেস্টের শুরুতে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত না থাকলেও ম্যাচ চলাকালীনই কোনও একদিন তিনি মোহালিতে থাকতে পারেন বলে খবর। বিরাটের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে তাঁকে বিশেষ টুপি উপহার দেওয়া হয় টিমের তরফে।
বিরাটের হাতে সেই টুপি তুলে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। সেই টুপি হাতে নিয়ে বিরাট বলেন, “ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব স্পেশাল মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআই-কে ধন্যবাদ।
এদিকে বিরাট কোহলির পাশে এদিন সম্বর্ধনার সময় দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী। সবসময়েই বিরাট তাঁর সাফল্যের কৃতিত্ব দেন তাঁর অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মাকে । এই পরিস্থিতিতে হঠাত্ই ক্ষেপে বোম নেটিজেনরা। মাঠের বাইশ গজে ক্রিকেট খেলতে, ভারতীয় দলের জার্সি পরতে যে ক্ষমতার দরকার হয় তা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ।
Anushka Sharma is the luckiest fan girl of Virat Kohli. 😊 pic.twitter.com/iRHXVXzmkJ
— DEBARATI (@DebAnu2002) March 4, 2022
এই ক্ষমতা অধিকার করতে পারফরম্যান্স ,স্কিল দিয়ে। সেখানে খালি বিরাট কোহলির বউ হয়ে মাঠে ঢুকে ভারতীয় দলের প্লেয়ারদের অনুষ্ঠানে অনুষ্কা শর্মা দাঁড়াতে পারেন তা নিয়ে বড় প্রশ্ন