কি আছে কপালে, আজকের সকালে? কর্ম + ভাগ্য = সাফল্য ১৬/০৫/২০২৩
(এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না আমাদের চ্যানেল)
🐏 মেষ(Aries): আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে কিছু ঝামেলার আশঙ্কা। চাকরিজীবীরা পদস্ত কর্মকর্তার সাথে বিরোধ এড়িয়ে চলতে চেষ্টা করবেন।
🐂 বৃষ(Taurus): আর্থিক অবস্থা তুলনামূলক ভালো থাকবে। রহস্যজনক উত্স থেকে কিছু ধনলাভের যোগ রয়েছে। প্রবাসী বিদ্যার্থীদের দিনটি ভালো যাবে না।
👩❤️👨 মিথুন(Gemini): মিথুন রাশির জন্য আজকের দিন শুভ নয়। পাওনাদারের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকশানের আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে পুলিশি হয়রানির সম্মূখীন হতে পারেন।
🦀 কর্কট(Cancer): প্রতারিত হবার আশঙ্কা প্রবল। শরীর কিছুটা খারাপ যেতে পারে। আজ মানসিক অস্থিরতায় ভুগতে থাকবেন। কোনো রহস্যময় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে।
🦁 সিংহ (Leo): ব্যবসা বানিজ্যে আশানুরুপ লাভের যোগ নেই। শরীর খুব একটা ভালো যাবে না।অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। প্রবাসীরা কোন আইনি জটিলতায় পড়তে পারেন।
👸 কন্যা(Virgo): ব্যবসায়ীরা কোনো বকেয়া আদায়ে বন্ধুর সাহায্য পেতে যাচ্ছেন। সাংসারিক অবস্থার উন্নতি হবে না। চাকরীজীবীদের বেতন বোনাস লাভের যোগ বলবান।
⚖️ তুলা(Libra):মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো গোপন শত্রুতার শিকার হতে পারেন। পদস্ত কর্মকর্তার দ্বারা হেনস্তার আশঙ্কা রয়েছে।
🦂 বৃশ্চিক(Scorpio): বৃশ্চিক রাশি হলে আজকের দিনটা ঝামেলার। বাড়ীতে ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পরতে পারেন। কোনো প্রতিবেশীর সাথে অকারণে শত্রুতার সম্পর্ক তৈরী হতে পারে।
🏹 ধনু (Sagitarious): আর্থিক অনিশ্চয়তায় পড়তে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হবে না। সঞ্চয়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। কোনো কুটুমের সাথে বিরোধে বা বিবাদে জড়াতে পারেন।
🐊 মকর (Capricorn): এলার্জী বা ঠান্ডার সমস্যায় ভুগতে পারেন। চাকরিজীবীরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির নতুন সুযোগ পেয়ে যাবেন। রহস্যজনক উত্স থেকে অর্থ লাভের যোগ দেখা যায়।
🏺 কুম্ভ(Aquarious) : কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল বলা যায়। ভ্রমনে উদ্দেশ্য সাধন হবে না। বৈদেশীক কাজ কর্মে কোনো আইনগত জটিলতা দেখা দিতে পারে। সাংসারিক বিষয়ে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন।
🐟 মীন(Pisces): প্রেমে অকারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ঝামেলায় পড়তে যাচ্ছেন। বড় ভাই বোনের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।।