অফবিটসাহিত্য ও সংস্কৃতি

Kedarnath Temple: সোনায় মুড়ে দেওয়া হল কেদারনাথ মন্দির

Kedarnath Temple is wrapped in gold

সোনায় মুড়ে দেওয়া হল কেদারনাথ মন্দির

 

নিজস্ব সংবাদদাতা: শীতে প্রতি বছরই বন্ধ রাখা হয় উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দির। সেই অনুযায়ী বৃহস্পতিবার আগামী ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হল কেদারনাথ মন্দির।

 

সূত্রের খবর, এর আগেই শেষ হয়েছে কেদারনাথ মন্দিরের দেওয়াল সোনা দিয়ে বাঁধানোর কাজ। সূত্রের খবর, কেদারনাথ মন্দিরের দেওয়াল বাঁধানোর কাজে ব্যবহার করা হয়েছে ৫৫০টি সোনার পাত। এই কাজ শেষ হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে।

 

কেদারের এই নতুন রূপে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে ভক্ত-পুণ্যার্থীদের। মুগ্ধ হয়ে প্রশংসা করছেন বহু মানুষ। মুম্বইয়ের এক ব্যক্তি কেদারনাথ-বদ্রিনাথ মন্দির ট্রাস্টের কাছে কেদারনাথ মন্দিরটি সোনা দিয়ে সাজিয়ে তোলার ইচ্ছাপ্রকাশ করেন। ট্রাস্ট বৈঠক করে তাতে সিলমোহর দেয়। তার পর সুপারিশ পাঠানো হয় রাজ্য সরকারের কাছে। উত্তরাখণ্ড সরকার অনুমতি দেয় তাতে।

 

তবে মন্দিরের দেওয়াল সোনার পাত দিয়ে মুড়ে ফেলার তীব্র বিরোধিতা করেছেন ঐতিহাসিক এই মন্দিরের পুরোহিতদের একাংশ। মন্দিরের পুরোহিতদের একাংশের অভিযোগ, এর ফলে মন্দিরের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মন্দিরের দেওয়াল সোনা দিয়ে বাঁধানোর জন্য ড্রিল মেশিন ব্যবহার করার ফলে মন্দিরের ক্ষতি হবে। অন্যদিকে, এই মন্দিরের পুরোহিতদের আর এক অংশ সোনার পাত দিয়ে মন্দিরের দেওয়াল বাঁধানোর কাজকে সমর্থন করেছেন।

 

কয়েক বছর আগে বিধ্বংসী বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল কেদারনাথ মন্দির। পরে তার সংস্কার হয়। পুরোহিতদের আশঙ্কা, সোনার প্রলেপ দেওয়ার ফলে ফের বিপর্যয়ের মুখে পড়তে পারে মন্দিরের কাঠামো। যদিও মন্দির কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, সবরকম নিয়ম মেনেই রুপোর প্রলেপ তুলে সোনার প্রলেপ দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহের চার দেওয়ালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.