ঘাটালের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ে কোভিড টীকা গ্রহণে উত্সাহী শিক্ষার্থীবৃন্দ
শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম ঃ ঘাটাল ঃ সারা দেশে ৩-রা জানুয়ারী থেকে কোভিড টীকাকরণ কর্মসূচী মসৃণ গতিতে এগিয়ে চলেছে। এই কর্মসূচীতে ১৫–১৮ বছর বয়সী প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থীকে সামিল করানোর লক্ষ্য মাত্রা রয়েছে। এই লক্ষ্যে ঘাটাল ব্লকের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ে জানুয়ারী মাসের ২০ তরিখে নির্ধারিত শিক্ষার্থীগণ সাগ্রহে যোগ দিয়েছে।
এদিন প্রশিক্ষণ প্রাপ্ত সুযোগ্য স্বাস্হ্যকর্মীদের সহযোগিতায় এই বিদ্যালয়ের ৩৪২ জন শিক্ষার্থীর কোভিড ভ্যাক্সিনেশন হয়েছে। এদের মধ্যে ছাত্রী ছিল ১৯৭ জন এবং ছাত্র ছিল ১৪৫ জন।
এই কর্মসূচীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত সহ সহকর্মীবৃন্দ ও বিদ্যালয় পরিচালন সমিতির প্রেরণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল নজর কাড়া ও সুশৃঙ্খল।
এই টীকা গ্রহণের ফলে তারা অফ-লাইন শিক্ষণ পদ্ধতিতে বিদ্যালয়ে সামিল হতে পারার আনন্দে আপ্লুত।
ইতিমধ্যেই সারা দেশে এই কর্মসূচীতে সাফল্যে ৫২% ছাড়িয়েছে। তাকে সরকার পক্ষ থেকে ফেব্রুয়ারী মাস থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক – শিক্ষার্থীদের মুখোমুখি পঠন পাঠন চালু করানোর চিন্তা ভাবনাও শুরু হয়েছে।
চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।