খবরজেলার খবরদেশরাজ্যশিরোনামে ঘাটাল

শহীদ প্রদ্যোত ভট্টাচার্য -এর ৯০-তম আত্মাহুতি দিবস পালিত হলো জন্মস্হানে

শহীদ প্রদ্যোত ভট্টাচার্য -এর ৯০-তম আত্মাহুতি দিবস পালিত হলো জন্মস্হানে 

শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম ঃ দাসপুর ঃ ভারতের স্বাধীনতা সংগ্রামের গর্ব ও আত্মত্যাগ -এক উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ প্রদ্যোত ভট্টাচার্য। এই আত্মত্যাগী দাসপুর থানার রাজনগর জি পি-র অধীন গোকুল নগর গ্রামের ভূমিপুত্র।

মেদিনীপুরের বিপ্লবী প্রভাংশু পাল ১৯৩২ খ্রীস্টাব্দে ডগলাস সাহেবকে হত্যা করেন। এই ঘটনায় প্রদ্যোত ভট্টাচার্যকে হত্যাকারী সাব্যস্ত করে ১৯৩৩ খ্রীস্টাব্দে ১২-ই জানুয়ারী ফাঁসির মঞ্চে হত্যা করেছিল তত্কালীন ব্রিটিশ প্রসাশন।

স্বদেশপ্রেমী প্রদ্যোত ভট্টাচার্য -এর এই আত্মত্যাগের দৃষ্টান্তে মুগ্ধ অনুরাগীবৃন্দ তাঁরই জন্মস্থানে যথোচিত মর্যাদায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মাল্যদান, সাংস্কৃতিক প্রতিপ্রতিযোগিতা, পুরস্কার বিতরণ স্বেচ্ছায় রক্তদান শিবির, সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল শহীদ প্রদ্যোত ও বিপ্লবী প্রভাংশু পাল স্মৃতি সমিতি। আলোচনা সভায় অংশগ্রহণ করেন স্মৃতি সমিতির সভাপতি সুকুমার পাত্রের পৌরোহিত্যে বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরগোবিন্দ দোলই, দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার খাঁড়া, রঘুনাথ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংকর পাত্র, আনন্দগড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামসুন্দর দোলই, দাসপুর -১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হাসিবুল মল্লিক ও দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে গ্রামীণ চিকিৎসক সমিতির জেলা সভাপতি ডাক্তার প্রফুল্ল বেরা প্রমুখ।

আলোচকবর্গ দেশাত্মবোধ, নীতিশিক্ষা, নৈতিকতা, আত্মত্যাগ, মানবিকতার জাগরণের উপর গুরুত্ব দিয়ে শহীদ প্রদ্যোত ভট্টাচার্য -এর জীবন ইতিহাস সম্পর্কিত গ্রন্হ শহীদের ১১০- তম জন্মদিনে প্রকাশ করানোর বলিষ্ঠ উদ্যোগে সন্তোষ প্রকাশ সহ স্মৃতি সমিতিকে সর্বোত্তম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিন সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি নিবেদনে সামিল ছিলেন শিক্ষক নিখিলেশ ঘোষ ও সম্প্রদায় এবং গীটার শিল্পী প্রতাপ মাইতি।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মৃতি সমিতির সম্পাদক বালিতোড়া বসনবালা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.