ঘাটাল মহকুমার দাসপুর- ১ ব্লকের রাজনগর ইউনিয়ন হাইস্কুল এ ব্যাপকভাবে লাগাতার করোনা সংক্রমণের কথা শোনা যাচ্ছিলো।এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছিলেন।
সত্যাণ্বেষণের জন্য কিউরিওসিটি সংবাদ বার্তার(Curiosity Sangbad Barta) টিম রাজনগর ইউনিয়ন হাই স্কুল এ গিয়ে পৌঁছয়।রাজনগর হাইস্কুলের(Rajnagar Union High School) প্রধান শিক্ষক বাসুদেব গোস্বামী (Basudev Goswami) মহাশয়ের সাথে কথা বলে জানা যায় যে এখনও অবধি স্কুলের দুজন শিক্ষকের করোনা আক্রান্ত হয়েছে বলে তার কাছে করোনা রিপোর্ট এসেছে।
আজ ৭ই জানুয়ারি দাসপুর -১ ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সকাল ১১ টার পর থেকে স্কুলের শিক্ষকদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়, প্রধান শিক্ষক জানান সব মিলিয়ে মোট ২২ জনের টেস্ট হয়েছিল যাঁরা টেস্টে প্রত্যেকেই নেগেটিভ (Negative) বলে প্রমানিত হয়েছেন।
প্রাথমিক স্বাস্থ আধিকারিকরা জানান ভয় বা আতঙ্কের কিছু নেই , সবাই সাবধানে থাকুন এই করোনা মহামারিতে।প্রধান শিক্ষক মহাশয় এলাকাবাসীকে অযথা গুজবে কান দিয়ে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন। যদিও কোভিড(Covid) সংক্রান্ত সমস্ত সতর্কতা যেন যথাযথ মানা হয় সে বিষয়েও তিনি সাবধান করে দিয়েছেন।
এই ধরনের তদন্তমূলক সত্য খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। লক্ষ্মীকান্ত দাস ঠাকুর ও শ্রীকান্ত কদমের রিপোর্ট আপনরা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা — সত্য জেনে এগিয়ে থাকুন।