কাজে এলোনা রিসভের ঝোড়ো ব্যাটিং! গুজরাটের কাছে পরাজয় দিল্লির
ভুবন মোহনকর: ০২/০৪/২০২২ -গুজরাট: ১৭১/৬(২০•০) দিল্লি: ১৫৭/৯(২০•০)। বাইশ গজের লড়াইয়ে মুখোমুখি গুজরাট-দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭১ রান তোলে। কলকাতার প্রাক্তন ব্যাটসম্যান শুভমান গিল ৪৬ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস দেখা যায়। সঙ্গে হার্দিক পান্ডিয়ার ২৭ বলে ৩১ রান ও ডেভিড মিলারের ১৫ বলে ২০ রানের সংগত দেখা যায়।
বাকিরা সেভাবে ফর্মে না থাকলেও এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে গুজরাট প্রথম ইনিংসে দিল্লির সামনে ১৭২ রানের টার্গেট রাখে। জবাবে দিল্লি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অল্প সময়েই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে হারিয়ে বেসামাল হয়ে পড়ে।
সেভাবে দক্ষতার সঙ্গে ব্যাটিং সফলতা চোখে পড়ে নি। ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাদের দুর্বলতা চোখে পড়ার মত। কেবল মাত্র ২৯ বলে ৪৩ রান, লতিত যাদবের ২২ বলে ২৫ এবং পাওয়েল এর ১২ বলে ২০ রানের সুন্দর ইনিংস ছিল ম্যাচের ভরসা। সবমিলিয়ে ১৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে দিল্লি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে ম্যাচ শেষ করে।