খবরজেলার খবররাজ্যশিরোনামে ঘাটাল

জেলা বইমেলার চতুর্থ দিনে মন্ত্রী শ্রী মাহাতো

।। জেলা বইমেলার চতুর্থ দিনে মন্ত্রী শ্রী মাহাতো ।।

শ্যামসুন্দর দোলই ও সুরজিৎ জানা : দাসপুর : দেখতে দেখতে জেলা বইমেলা চতুর্থ দিন অতিক্রম করেছে । পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পৃষ্ঠপোষকতায় পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা বসেছে, এবছর দাসপুর –১ ব্লকের দাসপুর সবুজ সংঘের নারায়ণ ললিত স্মৃতি ময়দানে ।

 

এই বাংলার রাজধানী কলকাতার কলেজ স্ট্রিট থেকে দে’জ পাবলিশার্স ,মান্না পাবলিকেশন ,তপতী পাবলিশার্স , মহুয়া পাবলিশার্স , অন্নপূর্ণা পুস্তকালয় ইত্যাদি নামিদামি অর্ধশতাধিক সংস্থা থেকে এখানে বইয়ের সমাহার মেলে ধরা হয়েছে । বিভিন্ন গ্রন্থাগার ও বিদ্যালয় কর্তৃপক্ষ , শিক্ষক- শিক্ষিকা- শিক্ষার্থী -কবি- সাহিত্যিকগণএই সমস্ত স্টলে বই কেনায় ঢল নামিয়েছেন ।

এদিন দাসপুরের সংগ্রামের ইতিহাস ,প্রত্নতত্ত্ব ও রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ এই মেলা প্রাঙ্গণ উজ্জ্বল হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্রশিল্প বিভাগীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর পদার্পণে । তিনি এই মঞ্চে ইন্টারনেট যুগেও বই কেনা ও বই পড়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করে , আমাদের সাথে এক প্রেস মিটে যা শোনালেন, তা জানতে চোখ রাখুন সবার প্রিয় কিউরিওসিটি সংবাদ বার্তার পর্দায় আর এগিয়ে চলুন সেই মেলা প্রাঙ্গণে —–

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.