তীব্র দাবদাহের মধ্যে পড়ুয়াদের জন্য স্বস্তির বার্তা
আগামী ২ মে থেকে সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হবে। বুধবার নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের আগেই এই ছুটি শুরু হচ্ছে।
বিকাশ ভবন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পরবর্তী কোনও নির্দেশ জারি না হলে ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই ছুটি। শুধু সরকারি নয়, বেসরকারি স্কুলগুলিকেও একথা জানিয়ে দিতে শিক্ষাসচিব মণীশ জৈনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উচ্চশিক্ষা দপ্তর ২ মে থেকে ছুটি শুরুর কথা বললেও কতদিন পর্যন্ত চলবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত ছুটি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর।