আর নয় চোখে চোখে দেখা! যে কোনো মেয়ের দিকে ১৩ সেকেন্ডের বেশি তাকালেই হবে দন্ড, কড়া হুঁশিয়ারি এনসিআইবি’র
ভুবন মোহনকর: ০২/১২/২০২২: ” চোখে চোখে কিছু কথা, মুখে কেনো কিছু বলো না” মনে পুরনো দিনের সেই বিখ্যাত গানটির কথা? কিন্তু সেই দিন আর নেই। এবার সেই দিনের অবসান! এবার কোনো মেয়ের দিকে ১৪ সেকেন্ড তাকালেই হবে জেল জরিমানা। হুঁশিয়ারি এনসিআইবির। একটু অবাক হচ্ছেন তো? হওয়াটাই স্বাভাবিক।
তাহলে বিষয় টা একটু বিশদ জেনে রাখুন, নইলে বিপদে পড়তে পারেন আপনিও। কোনও মেয়ের দিকে এক নজরে নির্দিষ্ট সময়ের বেশি তাকিয়ে থাকলে হতে পারে কারাদণ্ডও। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (এনসিআইবি)-র এই ধরনের একটি টুইট সমাজমাধ্যমে বেশ নজর কেড়েছে। এনসিআইবি-র টুইটে বলা হয়েছে, ‘‘কোনও পুরুষ যদি কোনও পরিচিত বা অপরিচিত মহিলার দিকে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত কিংবা মজার ছলে ১৪ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকেন, তবে তা ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৯ ধারায় গর্হিত অপরাধ হিসাবে গণ্য হবে।
এমনকি, সেই ব্যক্তির নারী নিগ্রহের দায়ে জেলও হতে পারে।’’ এই অপরাধে অপরাধী প্রমাণ হলে ৩ থেকে ১ বছরের জেল সঙ্গে জরিমানা। এনসিআইবি পক্ষ থেকে এই বিষয় টি ট্যুইট করে আজ জানানো হয়েছে। বিষয় টি কেউ মজা করেছেন, ” কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকিয়ে ছিলেন তার প্রমাণ হবে কিভাবে?” আবার কেউ কেউ মজার ছলে বলেছেন “তাহলে ১৩ সেকেন্ডের কম তাকালে দোষ নেই?” কিন্তু বিষয়টি মজার ছলে নিলেও নারী সুরক্ষার জন্য এই রায় কিন্তু প্রভাব পড়তে চলেছে জনজীবনে। তাই সাবধান থাকুন।