দীপাবলির গুগুলের উপহার! চাইলে আপনিও পাবেন, এখুনি ট্রাই করুন
ভুবন মোহনকর: ২১/১০/২০২২: দিওয়ালি(Diwali) মানেই আলোর উৎসব! চারিদিকে সেজে উঠেছে টুনি বাল্ব, প্রদীপ আর রঙিন মোমবাতি তে। আর এই আলোর উৎসবে গুগল ও দিচ্ছে অভিনব উপায়ে উপহার। দিওয়ালির প্রদীপ উপহার। আপনিও পাবেন এই প্রদীপ। কিন্তু কিভাবে পাবেন? চলুন জানা যাক পুরো বিষয়!এই উপহার পেতে গুগলের সার্চ (Google Search) বারে গিয়ে ইংরেজিতে লিখতে হবে ‘দিওয়ালি’ (Diwali)। তার পরে সার্চ বোতামে ক্লিক করলেই তা চলে যাবে পরের পাতায়। সেখানে ইংরেজিতে ‘দিওয়ালি’ (Diwali) লেখাটির পাশে রয়েছে একটি জ্বলন্ত প্রদীপের ছবি।
ফোনের ক্ষেত্রে স্ক্রিনের ডানদিকে এবং কমপিউটারের ক্ষেত্রে বাঁদিকে পাওয়া যাবে এই প্রদীপের ছবিটি। সেটিতে ক্লিক করলেই পাওয়া যাবে এই উপহার। ওই ‘দিওয়ালি’ লেখায় ক্লিক বা টাচ করলেই স্ক্রিন হয়ে যাবে অন্ধকার।
দেখা যাবে, স্ক্রিনের এখানে ওখানে ছড়িয়ে আছে কয়েকটি প্রদীপ। কিন্তু কোনওটিই জ্বলছে না। জ্বলছে একটি মাত্র প্রদীপই। আর সেই জ্বলন্ত প্রদীপটিকে ঠেলে ঠেলে বাকি প্রদীপের কাছে নিয়ে গেলেই একে একে সেগুলি জ্বলে উঠবে। সব ক’টি প্রদীপ জ্বলে উঠলেই স্ক্রিন হয়ে যাবে আলোকোজ্জ্বল। উৎসবের মরশুমে এমন উপহার খুশি নেটিজেন রা। চলুন আপনিও ট্রাই করে দেখুন এবার এর এই মজার উপহার টি পেয়ে যান।