টলিউডবিনোদনসেলিব্রিটি

Abir Chatterjee : ডেঙ্গু আক্রান্ত আবীর, বাড়িতেই চলছে চিকিৎসা

Abir is suffering from dengue and is being treated at home

ডেঙ্গু আক্রান্ত আবীর, বাড়িতেই চলছে চিকিৎসা

 

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে যে ডেঙ্গু ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে তা বলাই বাহুল্য। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গির হাত থেকে রক্ষা পাচ্ছেন না তারকারাও। দুদিন আগেই শোনা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলিউড ভাইজান সালমান খান, এবার ডেঙ্গুর হানা টলি পাড়াতে। পুজোর ছুটির পরে শুটিং শুরু হতেই টলিপাড়ার অভিনাতা-অভিনেত্রীদের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসতে শুরু করেছে।

সোমবার রাতের দিকে জানা যায়, ডেঙ্গিতে কাবু অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এমন খবরে রীতিমত মনখারাপ অভিনেতার ভক্তদের। উদ্বিগ্ন আবিরের সহ অভিনেতা থেকে গোটা টলিপাড়া।

 

অভিনেতার পরিবারের তরফে জানা যায় যে, জ্বরে আক্রান্ত হয়েছিলেন আবীর। তখনই ডাক্তারের পরামর্শ নেওয়া হয়। কিছু কিছু উপসর্গ থাকায় ডেঙ্গি পরীক্ষা করতে বলেন চিকিৎসক। সেই মতোই সোমবার রক্তপরীক্ষা করা হয়।

সোমবার রাতে হাতে রিপোর্ট আসায় জানা যায় যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তিনি। বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা। আাপাতত জ্বর নেই তবে শরীর বেশ দুর্বল  কিন্তু আপাতত চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসক। কোনও শ্যুটিং শিডিউল ছিল না। তাই শ্যুটিং ক্যানসেন হয়নি। তবে দুটো ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতার। সেগুলো বাতিল করতে হয়েছে।

 

বর্তমানে বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা। আাপাতত জ্বর নেই তবে শরীর বেশ দুর্বল কিন্তু আপাতত চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসক। কোনও শ্যুটিং শিডিউল ছিল না। তাই শ্যুটিং ক্যানসেন হয়নি। তবে দুটো ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতার। সেগুলো বাতিল করতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.