কলকাতাখবরচাকরি ও শিক্ষাজেলার খবররাজ্য

Bobita Sarkar : ববিতার চাকরি কি বৈধ? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি পিছিয়ে গেল আরও চার দিন

Bobita's job hearing in Justice Gangopadhyay's bench was postponed for another four days

ববিতার চাকরি কি বৈধ? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি পিছিয়ে গেল আরও চার দিন

 

নিজস্ব সংবাদদাতা: আরো চার দিন পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে ববিতা সরকারের চাকরি সংক্রান্ত মামলার শুনানি। আগামী শুক্রবার হবে শুনানি। সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বিকেলে মামলাটির শুনানি পিছিয়ে দিয়েছেন।

 

সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার চাকরি পাওয়া ববিতার বিরুদ্ধে করা মামলার শুনানি হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এর আগে। আদালত সেই দিনে কোন রায় দেয় নি। বরং ববিতাকে বিচারপতি বলেছিলেন, তিনি যেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া টাকা আলাদা করে সরিয়ে রাখেন। কারণ ভবিষ্যতে তা ফেরত দিতে হতে পারে।

 

ববিতার মামলা কেন আরো চার দিন পিছিয়ে দেওয়া হল? স্পষ্ট নয় তার কারণ। জানান সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়, মামলাটির শুনানি হবে আগামী শুক্রবার, ১৩ জানুয়ারি।

 

উল্লেখ্য, শিলিগুড়ির ববিতার চাকরি খারিজের দাবি তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরই শহরের আর এক এসএসসি চাকরিপ্রার্থী অনামিকা রায়।  তিনি নিজেই তার যোগ্য দাবিদার। তাই ববিতার চাকরি তাঁকে দেওয়া হোক, এই দাবি নিয়ে আদালতে গিয়েছেন অনামিকা।

 

বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করে ‘যোগ্য’ প্রার্থী হিসাবে ববিতাকে চাকরি দিয়েছিলেন। ববিতাকে অঙ্কিতার এত দিনের চাকরির সব বেতনও দিয়ে দেওয়া হয়। ছয় মাস আগে পাওয়া সেই চাকরি এখনো প্রশ্নের মুখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.