পুনরায় সংশোধনী প্রকাশ করবে পর্ষদ, পরীক্ষার্থীদের একাংশের ভবিষ্যৎ রয়েছে সুপ্রিম কোর্টের হাতে
নিজস্ব সংবাদদাতা : প্রাইমারি টেট মামলায় একের পর এক ঝঞ্ঝাট লেগেই রয়েছে। রাজ্যে শিক্ষক নিয়োগে উদ্যোগী পর্ষদ নতুন করে টেট পরীক্ষার ঘোষণা করে। 11 ডিসেম্বর 2022, রবিবার হবে Teacher Eligibility Test বা TET জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তির একটি যোগ্যতামানের শর্ত নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় চাকরিপ্রার্থীরা। বিজ্ঞপ্তিতে আছে,” নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন B.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও।”
২০১৮- ২০২২ সালের টেট বিজ্ঞপ্তি নিয়ে দায়ের হওয়া মামলায় উল্লেখযোগ্য পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। প্রাথমিকে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য চলতি বছর টেট -এর বিজ্ঞপ্তি জারি হতেই ফের আদালতের দ্বারস্থ হয় চাকরিপ্রার্থীরা।
মামলাকারীরা জমিয়েছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজন হয় B.Ed -এর আর প্রাথমিক শিক্ষক হতে প্রয়োজন D.LEd-এর। তাদের দাবি, প্রাথমিকে B.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা প্রাথমিক নিয়োগে অংশ নিতেই পারে না।
টেট আন্দোলনকারীদের পর্ষদ জানিয়ে দিয়েছে, বয়স যদি ৪০ এর নিচে থাকে তাহলে পুনরায় তারা আবেদন করতে পারবে। ২০১৪ এবং ২০১৭ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদেরও আবেদনের জন্য আহবান জানান তিনি।