যোগ্যদের জন্য সুবিচার এর লড়াই! এবার ১৮৩ জন অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ
ভুবন মোহনকর:০১/১২/২০২২:২৪ ঘণ্টার মধ্যেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট । কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ কমিশনের ।
যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন, তাঁদের কেবল নাম ই নয়, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ৫৭ জন ইংরেজি, ৩০ জন ভূগোল, ২২ জন জীবনবিজ্ঞান, ২১ জন বাংলা, ১৮ জন অঙ্ক, ১৮ জন পদার্থবিজ্ঞান, ১৭ ইতিহাস বিষয়ের। প্রসঙ্গত, নবম-দশমে কতজন অবৈধ উপায়ে সুপারিশপত্র পেয়েছেন, বুধবার এই প্রশ্নের জবাবে ১৮৩ জনের কথা আদালতে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় তাত্পর্যপূর্ণভাবে বলেন, আরও অনেক ধেড়ে ইঁদুর ধরা পড়বে।এর আগে সিবিআই দাবি করেছিল, তারা এমন প্রায় ৯৫২ জন সুপারিশপত্র প্রাপকের খোঁজ পেয়েছে। যার মধ্যে ৭৯৬ জন শিক্ষক পদে কর্মরত।