খবরচাকরি ও শিক্ষাজেলার খবররাজ্য

Tet Interview Documents: আগামীকাল প্রথম ধাপের টেট ইন্টারভিউ!! জেনে নিন কী কী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে ইন্টারভিউ হলে ?

1st stage TET interview tomorrow!! Find out what necessary documents to bring to the interview ?

আগামীকাল প্রথম ধাপের টেট ইন্টারভিউ!! জেনে নিন কী কী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে ইন্টারভিউ হলে!?

 

নিজস্ব সংবাদদাতা:  প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ ২৭ শে ডিসেম্বর ২০২২ থেকে । সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে এই ইন্টারভিউ গুলি করা হচ্ছে এবং প্রথম ধাপে কলকাতা জেলা যাদের প্রথম পছন্দ হিসেবে বেছেছিলেন তাদের নেওয়া হবে পর্ষদের তরফে জানানো হয়েছে।

 

যেহেতু এই ইন্টারভিউ এর জন্য প্রার্থীর সংখ্যা অনেক বেশি তাই এটি সময়সাপেক্ষ এবং এই পুরো ইন্টারভিউ প্রক্রিয়াটি আগাগোড়া ভিডিওগ্রাফি করা হবে ।

 

প্রাইমারি টেট ইন্টারভিউ এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?

 

১) টেটের এডমিট কার্ড

২) টেট পাশ করার ডাউনলোড করা ডকুমেন্ট

৩)বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড / সার্টিফিকেট

৪) অনুমোদিত বোর্ড দ্বারা প্রদত্ত মাধ্যমিকের মার্কসশিট এবং সার্টিফিকেট

৫) ডি.এল.এড/বি.এড মার্কশিট ও সার্টিফিকেট

৬) গ্রাজুয়েশনের মার্কশিট ও সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

৭) এস.সি, এস.টি, ও.বি.সি (A/B) প্রার্থীদের কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

৮) PH সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

৯) এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

১০) এক্স-সার্ভিসম্যান সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

১১) প্যারা টিচারদের জন্য ফার্স্ট এনগেজমেন্ট লেটার (যদি প্রযোজ্য হয় )

১২) প্যারা টিচারদের জন্য অভিজ্ঞতা সার্টিফিকেট Issued by DPO/SDO বয়সের ছাড়ের জন্য ( যদি প্রযোজ্য হয় )

১৩) কো-কারিকূলার এক্টিভিটির সার্টিফিকেট (যদি থেকে থাকে)

১৪) ভোটার আইডি কার্ড / আধার কার্ড

১৫) একটি পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে self attested

 

 

এই Primary TET Interview আদালতের নিয়ম মেনেই করা হয়েছে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। আর একথা সকলেরই জানা যে বিগত কয়েক বছরে শিক্ষক নিয়োগ নিয়ে মামলায় জর্জরিত রাজ্য থেকে পর্ষদ। আর সে কারনে প্রকৃত পক্ষে নিয়োগ ও হয়নি।

আর এবার সব বাঁধা কাটিয়ে নিয়োগ করতে চাইছে রাজ্য তথা পর্ষদ।তবে পর্ষদ তথা সরকার দাবী করছেন, যে রাজ্য সরকার নিয়োগ দিতে চাইছে, কিন্তু মামলা করে সেগুলো আটকে দেওয়া হচ্ছে। তবে এবার সব বাঁধা কাটিয়ে প্রকৃত নিয়োগ যেন হয়, চাইছেন চাকরিপ্রাথী থেকে শিক্ষকেরাও। কারন স্কুলে স্কুলে শিক্ষক শূন্যতায় ভুগছে গোটা রাজ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.