খবরচাকরি ও শিক্ষারাজ্য

WB Health Recruitment: রাজ্য স্বাস্থ্য বিভাগে গ্রুপ সি পদে চলছে নিয়োগ

রাজ্য স্বাস্থ্য বিভাগে গ্রুপ সি পদে চলছে নিয়োগ

 

নিজস্ব সংবাদদাতা : করোনা ভাইরাস যেনো বিদায় নিয়েও বিদায় নিচ্ছে না। এর মধ্যে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন বি এফ সেভেন (OMICRON BF-7 ) -এর খোঁজ মিলেছে বিশ্বের একাধিক দেশে। গোটা পৃথিবী তে তাই নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। কারণ গোটা ২ বছর মানুষের উপর দিয়ে যা ঝড় বয়ে গেছে তা আর কেউই ফিরে পেতে চায়না। মহামারী কলে কাজ হারিয়ে বসেছিলেন অনেকেই।

 

তাই পরিস্থিতি আগের মতন স্বাভাবিক হয়ে উঠলে অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের রাজ্য নানান চাকরির সুযোগ করে দিচ্ছে বেকার চাকরি প্রার্থীদের জন্য।মাসে পাবে মোট অংকের বেতন। এরকম সুযোগ কেই বা হাথ ছাড়া করে। তাই বলাই বাহুল্য বেকার চাকরি প্রার্থীদের এটা সুবর্ণ সুযোগ।সম্প্রতি এই মর্মে  স্বাস্থ্য ও পরিবার (HEALTH & FAMILY WELFARE) কল্যান দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ হওয়া কর্মীকে কাজ করতে হবে খোদ কোলকাতার স্বনাম ধন্য হাসপাতালে ।

এক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন ।  এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 6247    Dated- 20/12/2022

 

আবেদন পদ্ধতি—

 

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,

 

১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।

 

২) এক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।

 

৩) রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট  ওয়েব সাইট (www.wbhealth.gov.in) থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।

 

৪) এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে  প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে যেমন ,

 

a.  নিজের নাম

 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স

 

c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা

 

d.  শিক্ষাগত যোগ্যতা

 

e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।

 

৫) এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তাঁর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে এবং নিজের সই  করে নির্দিষ্ট দিন এবং সময়ের অধ্যে নিম্নের ঠিকানায় পাঠাতে হবে ।

 

 

প্রয়োজনীয় ডকুমেন্টস —

 

আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,

 

১। প্রার্থীর বয়সের প্রমান পত্র,

 

২। জাতী গত সংশাপত্র,

 

৩। শিক্ষাগত যোগ্যতা,

 

৪। ভোটার কার্ড,

 

৫। আঁধার কার্ড,

 

৬ পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি

 

 

প্রথমেই আসা যাক শূন্যপদের বিবরণে —

 

পদের নাম– ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR )

 

শূন্য পদ- ০১ টি  

 

বয়স- এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১- ২০২২ -র হিসাবে ৩৫ বছরের মধ্যে ।

 

মাসিক বেতন- ২০,০০০ হাজার টাকা

 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই যে কোনও শাখায়  স্নাতক  হতে হবে।  সঙ্গে কম্পিউটারে অভিজ্ঞ এবং দক্ষ হতে  হবে। এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে ইংরাজি ভাষায় পারদর্শী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

 

 

এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে—

 

আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে  প্রথমে ডেকে নেওয়া হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য। এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে  ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য।

 

 

সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

 

 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – The Director, IPGME&R, 244, AJ.C. Bose Road, Kolkata-20

 

 

এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় নিয়োগ করা হবে কোলকাতার এস এস কে এম (SSKM) হাসপাতালে ।

 

 

উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ : 30/12/2022

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.