প্রতিদিন মুঠো মুঠো চুল উঠে মাথা প্রায় ফাঁকা? অজান্তে করা আপনার এই ভুলগুলোই দায়ী নয় তো?
নিজস্ব প্রতিবেদন: চুলের নানা সমস্যা নিয়েই কম বেশি সবাই জর্জরিত। কারও চুলের ধরন রুক্ষ আবার অযত্নে কারণেও সমস্যা বাড়ে। যেমন, চুল রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। দূষণের কারণেও চুলের সমস্যা বাড়ে। ফলে, এই রুক্ষ শীতে অতিরিক্ত পরিমাণে চুল পড়তে থাকে। হরমোনের ভারসাম্য নষ্ট হলে, অতিরিক্ত দুশ্চিন্তা এবং অসুস্থতার কারণেও চুল পড়ে।
আপনিও যদি এমন কিছু লক্ষ্য করে থাকেন, তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি, যে কারণে অতিরিক্ত পরিমাণে চুল পড়তে থাকে। সময় থাকতেই সেই ভুলগুলো জেনে নিয়ে শুধরে নিন।
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক নিয়মেই চুল পড়ে। আবার সেই স্থানে নতুন চুলও গজায়। দিনে ৫০-১০০টা পর্যন্ত চুল পড়তে পারে আপনার। কিন্তু তার জায়গায় যদি নতুন করে চুল না গজায়, তখন চিন্তা হওয়াই স্বাভাবিক।
টানা বেশ কয়েক দিন ধরেই যদি ১০০টার বেশি চুল পড়ে বা মুঠো মুঠো চুল উঠে মাথার সামনে ফাঁকা হতে শুরু করে, তবে আজ থেকেই সতর্ক হন। জেনে নিন, কোন কোন ভুলে অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যায়।