সাবধান! আবারও ভারতে আছড়ে পড়তে চলছে করোনার চতুর্থ ঢেউ
ভুবন মোহনকর : ০১/০৩/২০২২: করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ দেখে নিয়েছে সকলে। গোটা বিশ্ব-সহ ভারতে যে হাহাকারের ছবি ধরা পড়েছে, তা খুব সহজে ভোলার নয়। এবার নাকি করোনার চতুর্থ ঢেউ #Covid-19 4th Wave আসার পালা! অন্তত এমনটাই বলছে আই আই টি কানপুরের নয়া গবেষণা।
গবেষকরা বলছেন, আলফা, বিটা, গামা এবং ডেল্টার পর করোনার আরও একটি নয়া প্রজাতি সামনে আসতে পারে। তবে এর ভয়াবহতা নির্ভর করবে টিকার উপর।তিন গবেষকের মন্তব্য, “রূপ বদলাতে পারে ওমিক্রন”।
ওমিক্রন-প্লাস হয়ে সেটা আসতে পারে। আই আই টি কানপুরের তিনজন গবেষকের নয়া গবেষণায় উঠে এসেছে চলতি বছরের জুন মাসে আসতে পারে করোনার চতুর্থ ঢেউ
যার প্রভাব প্রায় ২০২২ সালের অক্টোবর মাস অধবি থাকতে পারে। কিন্তু এর প্রভাব কতখানি মারত্মক হতে পারে সে বিষয়ে এখনো স্পষ্ট নয়।