কলকাতাখবরজেলার খবরদেশরাজ্যস্বাস্থ্য

জল্পনার অবসান! সোমবার থেকে শুরু হচ্ছে দেশ জুড়ে ১২-১৪ বছর বয়সী দের করোনা টিকা

জল্পনার অবসান! সোমবার থেকে শুরু হচ্ছে দেশ জুড়ে ১২-১৪ বছর বয়সী দের করোনা টিকা

ভুবন মোহনকর: ১৭/০৩/২০২২: অবশেষে সব জল্পনার অবসান। আগামী সোমবার অর্থা‍ত্‍ ২১ মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে ১২ ঊর্ধ্বদের করোনার টিকাকরণ।

টিকা নেওয়ার জন্য কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। প্রথম ডোজ নেওয়ার পরে ২৮ দিনের ব্যবধানে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।কোভিডের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে দেশে আজ থেকে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সি সদস্যদের টিকাকরণ। আপাতত ‘কোরবিভ্যাক্স’ টিকা পাচ্ছে ছোটরা।

ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে গিয়েছে তা। পশ্চিমবঙ্গে এই১১-১৪ বছর বয়সী দের টিকাকরণ কতটা সম্ভব, তা নিয়ে সংশয় স্বাস্থ্যভবন। যদিও এদিন সকালে স্বাস্থ্য অধিকর্তারা জানান, পর্যাপ্ত ভ্যাকসিন এসে পৌঁছেছে। তা জেলায় জেলায় পাঠিয়েও দেওয়া হয়েছে। আবার আরেকাংশের মত, আজ শুধু প্রশিক্ষণ দেওয়া হবে। শুরু হতে আরও অন্তত তিনদিন লাগবে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, আপাতত গোটা দেশে ৫ কোটি ডোজ কোরবিভ্যাক্স পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে প্রায় ৩১ লক্ষ ডোজ।

যা দিয়ে শুধুমাত্র প্রথম ডোজ দেওয়া সম্ভব বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। উল্লেখ্য, সারা দেশ জুড়ে ১৬ই মার্চ ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু হলেও, রাজ্যে এই কর্মপক্রিয়া শুরু হতে চলেছে আগামী সোমবার ২১’ মার্চ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.