অফবিটসাহিত্য ও সংস্কৃতি

হোলি কাহিনী – ✍️ কলমে ভুবন মোহনকর

হোলি কাহিনী! 

ভুবন মোহনকর: ১৮/০৩/২০২২: হোলি মানেই রঙের মেলা, আবিরের খেলা! আর চোখের সামনে ভেসে ওঠে শ্রী কৃষ্ণ ও রাধার রং খেলার ছবিখানা। আর হোলি মানেই ন্যাড়া পোড়া। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হোলি উৎসব। কিন্তু জানেন কি হোলি খেলার এই প্রথা শুরু হয়েছিল কীভাবে?
কাহিনী ১  : পৌরাণিক কাহিনীতে, রঙের হোলির সম্পর্ক শ্রী কৃষ্ণ এবং রাধারানীর সঙ্গে সম্পর্কিত বলা হয়েছে। কথিত আছে যে, শ্রী কৃষ্ণ এই প্রথা শুরু করেছিলেন তার গোপীদের সঙ্গে। এই কারণেই হোলি উৎসব এখনও ব্রজে অন্যভাবে পালিত হয়। পৌরাণিক কথা অনুসারে, শ্রী কৃষ্ণের গায়ের রং কালো এবং রাধারানী ছিল খুবই ফর্সা। তিনি প্রায়ই তার মা যশোদা এই বিষয়ে অভিযোগ করতেন এবং তার মা এই বিষয়ে উচ্চস্বরে হাসতেন। একবার তিনি শ্রীকৃষ্ণকে রাধার মুখের উপর সেই রঙ লাগাতে বললেন যে রঙেই তিনি রাধাকে দেখতে চান। দুষ্টু কৃষ্ণ মায়ের দেওয়া এই পরামর্শ খুব পছন্দ করলেন এবং গোপীদের সাহায্যে বিভিন্ন রং তৈরি করে রাধা ও তার বন্ধুদের রঙ দিলেন। দুষ্টু কৃষ্ণর এই দুষ্টুমি সকলকে আনন্দ দিচ্ছিল এবং সমস্ত ব্রজবাসীরা খুব হাসছিল।
কাহিনী ২ : আবার লোকগাথা অনুসারে মনে করা হয়, হোলিকা দহনের পর এই দিন থেকেই শুরু হয় রঙের হোলি খেলার প্রথা। দোর্দণ্ডপ্রতাপ রাজা হিরণ্যকশিপু বিষ্ণুর প্রবল বিরোধী ছিলেন। কিন্তু এমনই ভাগ্য, তাঁর সন্তান প্রহ্লাদ কালে কালে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়ে ওঠেন। শাসন তর্জন অত্যাচার, কোনোভাবেই যখন প্রহ্লাদকে তাঁর নিজস্ব বিশ্বাস থেকে সরিয়ে আনা সম্ভব হল না, তখন চরম পথ অবলম্বন করলেন হিরণ্যকশিপু। নিজের সন্তানের জন্য ধার্য করলেন মৃত্যুদণ্ড। নিজের বোন হোলিকার সাহায্যে প্রহ্লাদকে পুড়িয়ে মারতে চাইলেন তিনি। হোলিকার ছিল এক মায়া আবরণ, যা গায়ে থাকলে আগুন তাকে ছুঁতে পারবে না। সেই আবরণ গায়ে জড়িয়ে প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করল সে। কিন্তু বিষ্ণুর কৃপায় ফল হল বিপরীত। আগুনে পুড়ে মৃত্যু হল হোলিকারই, আর প্রহ্লাদের গায়ে আঁচটুকুও লাগল না। আবার এই হোলিকা দহন কেই ন্যাড়া পোড়া বলে অভিহিত করা হয়। এই ন্যাড়া পোড়া জায়গা বিশেষে কোথায় দোলের আগে সন্ধ্যায় পালিত হয়, আবার কোথায় দলের দিন সন্ধ্যায় পালিত হয়। মানুষ রঙিন আবির দিয়ে হোলি খেলে এই উৎসব পালন করে। এই উত্সবটি ভারতের বেশিরভাগ অঞ্চলে পালিত হয়, ব্রজের হোলি এখনও সারা বিশ্বে বিখ্যাত। এটি রাধাকৃষ্ণের প্রকৃত প্রেমের প্রতীক হিসাবে পালিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.