খবরদেশ

আরও একটি মাইকফলক তৈরি করল ভারত – নরেন্দ্র মোদী

“আরও একটি মাইকফলক তৈরি করল ভারত” – নরেন্দ্র মোদী

 

আকাশ গবেষণায় প্রত্যাশিত ভাবেই ভারতের আদিত্য এল ১ পৌঁছে গেলো মহাকাশ পার্কিং প্লেসে। এই সাফল্যকে ভারতের প্রধানমন্ত্রী সহ ১৪০ কোটি ভারতবাসী আনন্দে উদ্বেলিত। চন্দ্রযান-৩ মিশন থেকে আদিত্য এল১ মিশন – একেবারে স্বপ্নের ফর্মে আছে ইসরো। কারণ ১৩৭ দিনের মধ্যে চাঁদ এবং সূর্যকে ‘জয়’ করে ফেলল ভারতীয় মহাকাশ সংস্থা। ভারতের এমন সাফল্য অভিনন্দন জানিয়েছে নাসা। ২০২৩ সালের ২৩ অগস্ট থেকে ২০২৪ সালের ৬ জানুয়ারি – ১৩৭ দিনের মধ্যে চাঁদ এবং সূর্যকে ‘জয়’ করল ভারত।

গত বছর ২৩ অগস্ট চাঁদের মাটিতে অবতরণ ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। আর শনিবার (৬ জানুয়ারি) ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট ১’ (এল১) লাগোয়া একটি ‘হেলো’ কক্ষপথে প্রবেশ করেছে ভারতের সৌরযান। এই অভাবনীয় সাফল্য অত্যন্ত খুশি হয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আরও একটি মাইকফলক তৈরি করল ভারত। নিজের গন্তব্যে পৌঁছে গেল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী আদিত্য-এল১। অন্যতম জটিল এবং কঠিন মহাকাশ মিশনে যে সাফল্য মিলেছে, সেটা আমাদের বিজ্ঞানীদের লাগাতার পরিশ্রমের প্রমাণ।

(ইসরো) যে অসামান্য কৃতিত্বকে সাধুবাদ জানাতে আমি পুরো দেশের সঙ্গে যুক্ত হচ্ছি। মানবতার স্বার্থে বিজ্ঞানের আরও নতুন-নতুন ক্ষেত্রে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব আমরা।’ বিজ্ঞানের আগ্রগতি মানেই সভ্যতার আগ্রগতি।

 

আকাশ গবেষণায় এই মুহূর্তে আমেরিকা, রাশিয়া, চিনের সঙ্গে যুক্ত আছে ভারতের নাম। আরো সামনের দিকে এগোতে হবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘মুনওয়াক থেকে সানডান্স! ভারতের জন্য কী গৌরবময় বছর একটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে আরও একটি সাফল্যের গাঁথা লিখল টিম ইসরো। সূর্য এবং পৃথিবীর যোগসূত্রের রহস্য খুঁজে বের করতে নিজের চূড়ান্ত কক্ষপথে পৌঁছাল আদিত্য এল১।’ কোনো গবেষণাই কোনো জায়গায় থেমে থাকে না। এই গবেষণাও থেমে থাকবে না। মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের জন্য আরো এগিয়ে যেতে হবে ইসরোকে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.