হেঁশেলে আগুন, গরম হবে ইঞ্জিন! মহার্ঘ্য হলো রান্নার গ্যাস, পেট্রোল ডিজেল
ভুবন মোহনকর: ২২/০৩/২০২২: মধ্যবিত্তের চিন্তা আরও বাড়িয়ে এক লাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ৫০/- টাকা, বেড়েছে পেট্রল ও ডিজেলের দামও ৷ ১৪•২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৪৯•৫০টাকা ৷
গত বছর অক্টোবরের পর এই প্রথম বাড়ল এলপিজির দাম। দাম বেড়েছে পেট্রল ও ডিজেলেরও ৷ দুই জ্বালানির দাম লিটারপিছু ৮০ পয়সা বেড়েছে ৷ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে লিটারপিছু হয়েছে ৯৬•২১ টাকা ৷ যেটা আগে ছিল ৯৫•৪১ টাকা ৷ আর ডিজেলের দাম ৮৬•৬৭ টাকা থেকে বেড়ে লিটারপিছু হয়েছে ৮৭•৪৭ টাকা ৷ দাম বৃদ্ধি পাওয়ার পর কলকাতায় লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ১০৫•৫১ টাকা ও ৯০•৬২ টাকা ৷ মঙ্গলবার ভোর ৬ টা থেকে নয়া দাম কার্যকর হয়েছে ৷
জানা গিয়েছে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হবে ৩৪৯ টাকা এবং ১০ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ৬৬৯ টাকা হবে ৷ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বর্তমানে ২০০৩•৫০ টাকা ৷
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভারতে জ্বালানির দাম বাড়ানো হয়নি। কিন্তু দাম যে বাড়বে সেই আশঙ্কা ছিলই। ভারত অবশ্য ইতিমধ্যেই রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার সুফল আমজনতা কবে পান, সেটাই এখন দেখার।