দিল্লি গামী ট্রেনে আগুন, ছড়ালো উত্তেজনা! দেখুন বীভৎস সেই ভয়ংকর ভিডিও
ভুবন মোহনকর: ০৫/০৩/২০২২: উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে দিল্লিগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগে। মীরাটের দৌরালা স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। আগুনে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে যাত্রীরাই ট্রেনটিকে ধাক্কা দিয়ে বাকি বগিগুলিকে ইঞ্জিন এবং অগ্নিদগ্ধ দু’টি বগি থেকে আলাদা করা হয়েছে।
सहारनपुर से दिल्ली जा रही पैसेंजर ट्रेन के ब्रेक जाम होने के चलते हुए शार्ट सर्किट से दौराला रेलवे स्टेशन पहुंचते ही ट्रेन के इंजन में नीचे आग लग गई। यात्री स्टेशन पर उतरकर भागे। ट्रेन के इंजन के सहित पीछे की दो डब्बे में आग फैल गई।
#MeerutTrainFire pic.twitter.com/2rV371tRIP— Hindustan (@Live_Hindustan) March 5, 2022
এক প্রত্যক্ষদর্শীর ভাষায়, ” ট্রেনটি দৌরালা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই এর ইঞ্জিনে নিচ থেকে আগুন ধরে যায়। ইঞ্জিনের কাছে থাকা কোচের যাত্রীরা পায়ের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে নেমে প্ল্যাটফর্মে দৌড় লাগান। সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে সবাইকে সতর্ক করা হয়।
পরে স্টেশন চত্ত্বর খালি করা হয়”। রেলের ট্রাফিক ইন্সপেক্টর ওয়াইকে ঝা বলেন, “আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷” ট্রেনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ৷