কলকাতাখবর

বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, দমকলের ১৫ ইঞ্জিন ঘটনাস্থলে

Devasty fire in Bantala Leather Complex, 15 engine engines on fire

বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, দমকলের ১৫ ইঞ্জিন ঘটনাস্থলে

 

নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর দুপুরে বাজি পোড়াতে গিয়ে বিপত্তি। কেমিক্যালের ড্রামে জ্বলন্ত বাজি ছিটকে লাগায় বানতলার লেদার কমপ্লেক্সে বিধ্বংসী অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। দমকলের প্রাথমিক অনুমান, শ্রমিকদের ফাটানো বাজি থেকেই কারখানার মধ্যে আগুন লেগে যায়। তবে সেখান থেকে নিরাপদেই শ্রমিকদের বের করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে সূত্রের খবর।

কারখানার এক তলার একটি গুদামে আগুন লাগে। সূত্রের খবর, ভিতরে কয়েক জন আটকে পড়েছিলেন। তবে তাঁদের নিরাপদেই উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের জেরে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বলে আশঙ্কা।

 

বানতলা লেদার কমপ্লেক্সের ভিতরে কমবেশি ৬০০ টি কারখানা রয়েছে। তবে কালীপুজো উপলক্ষে বর্তমানে অধিকাংশই বন্ধ। কিন্তু কয়েকজন শ্রমিক রয়ে গিয়েছেন কারখানায়। সোমবার দুপুরে কালীপুজো উপলক্ষে একটি চিনা কোম্পানির সামনে বাজি পোড়াচ্ছিল কয়েকজন। জানা গিয়েছে, কোনওভাবে একটি বাজি ছিটকে গিয়ে লাগে একটি কেমিক্যালের ড্রামে।

 

বানতলা চর্মনগরীতে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এবং প্রতিবারই তা ভয়াবহ আকার নেয়। কয়েকদিন আগে একইভাবে তপসিয়ার একটি চামড়া কারখানায় আগুল লাগার ঘটনা ঘটেছিল। এদিনের আগুন ঠিক কী কারণে লেগেছে তা স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

বেশ কিছুক্ষণের চেষ্টায় ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে খবর। তবে এদিনের অগ্নিকাণ্ডে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.