বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নৃশংস খুন স্ত্রী, গ্রেপ্তার স্বামী
সব্যসাচী গুছাইত, ০৭/০৫/২০২২: বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে স্ত্রীকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করলো স্বামী। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার পায়রাডাঙা বাজার পাড়ায়। মৃত স্ত্রীর নাম অলকা দাস(২৭)। তাদের দুই বছরের পুত্র সন্তান রয়েছে। বছর ছয়েক আগে তাদের বিবাহ হলেও স্ত্রী অলকা দাস বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়ে।
এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় দিন ঝামেলা চলত। এর আগে এই ঘটনা নিয়ে একাধিকবার শালিশি সভা বসেছে। অন্যদিনের মতো গতকাল রাতে বাড়ীর সবাই ঘুমিয়ে গেলেও এদিন স্বামী স্ত্রীর মধ্যে জোরালো ঝগড়া শুরু হয়। ঠিক তখনই দুই বছরের পুত্রের সামনে স্বামী, স্ত্রীর উপর ধারালো দা নিয়ে এলোপাথারি কোপাতে থাকে।
প্রতিবেশী ও বাড়ীর লোকজন ছুটে এলে দেখে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। অন্যদিকে রানাঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে স্বামীকে।