কলকাতাখবররাজ্য

শত বাধা পেরিয়ে অবশেষে কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা নিতে পারলো ইডি

শত বাধা পেরিয়ে অবশেষে কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা নিতে পারলো ইডি

 

গত কয়েক বছর ‘প্রভাবশালী’ শব্দটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি। এর আগে দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী দল শাহকদলের নেতা মন্ত্রীদের গ্রেফতার করলেই তিনি চলে যাচ্ছেন প্রায় ফাইভ স্টার হোটেলের মতো সুবিধা নিয়ে SSKM এ। কিন্তু সমস্ত প্রভাবশালী তত্ত্ব খারিজ করে দিয়েছে ‘কালীঘাটের কাকু’। আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও হতে সাড়ে চার মাস ধরে সুজয় কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা না নিতে পারে নি ইডি। বোঝাই যাচ্ছে, বিশাল হাতের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হতো না। কিন্তু এবার তাকে কন্ঠস্বরের নমুনা দিতেই হলো।

৩ রা জানুয়ারি সন্ধ্যা থেকে ঘটে যাওয়া নাটকের যবনিকা পতন হয় রাত্রি ২টো বেজে ৫০ মিনিটে। ‘কালীঘাটের কাকুকে’ রাত্রি ৯টা ৫০ মিনিটে নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে। দীর্ঘ সময় ধরে সেখানে চলে তাঁর ‘ভয়েস স্যাম্পেল টেস্ট’ এর প্রক্রিয়া। শেষে মধ্যরাতে বের করা তাঁকে। কিন্তু SSKM এ নিয়ে গিয়েও সমস্যা তৈরী হয়।

 

জানা যাচ্ছে, কণ্ঠস্বর পরীক্ষার পরও হুইলচেয়ারে বসে আবার অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি। পুনরায় এসএসকেএম-এ ফিরে আনা হয় সুজয়কে। তবে হাসপাতালে ফিরে আসার পরও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এসএসকেএম-এর গেট (এজেসি বোস ফ্লাইওভার এর দিকের গেট) বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ‘কাকুকে’। কিছুক্ষণ পর অর্থাৎ রাত্রি ৩টে ২০ নাগাদ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ফিরিয়ে নিয়ে আসা হয় তাঁকে। কিন্তু সমস্যা হলো গেটের চাবি নিয়ে। ওখানে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে গেট খোলা হয়। তখন তিনি ভেতরে প্রবেশ করেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.