বাঁকুড়ায় রেল দুর্ঘটনার জেরে বাতিল করা হল বহু ট্রেন, জেনে নিন বাতিল ট্রেনের নাম
ভুবন মোহনকর , ২৫-০৬-২৩ – ফের রেল দুর্ঘটনা, ভোর রাতে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে বেলাইন মালগাড়ি! উল্টে গিয়েছে অনেক গুলি কামরা।
হতাহতের কোনো কথা জানা যায়নি। বাঁকুড়া বাসীর কাছে করমন্ডল দুর্ঘটনার স্মৃতি উস্কে উঠলো।
বাঁকুড়ায় রেল দুর্ঘটনার জেরে বাতিল করা হল বহু ট্রেন। বাইরে বেরোনোর আগে জেনে নিন বাতিল ট্রেনের নাম